বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে লিটনকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন সাকিব

Sakib-Liton
Sakib-Liton

হাতে ব্যান্ডেজ, কাঁধে ব্যাগ নিয়ে দেশে ফিরলেন সাকিব-লিটন

আঙুলের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই আজ দেশে ফিরে এসেছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। টাইগার অধিনায়কের সঙ্গে দেশে ফিরেছেন ডানহাতি ওপেনার লিটন দাসও।

জানা গেছে, লিটনের স্ত্রী সঞ্চিতা দাস সন্তানসম্ভবা। তার পাশে থাকতেই লিটন বিশ্বকাপ মিশন শেষ করার আগে ছোট এক বিরতি নিয়ে দেশে ফিরে এসেছেন। যেকোনো মুহূর্তে তাদের ঘর আলো করে আসবে নতুন অতিথি। গুরুত্বপূর্ণ এই সময়টায় পরিবারের পাশে থাকতে চান লিটন।

সাকিব আল হাসান কেন দেশে?

আঙুলের চোটের ফলে, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপ থেকে বিদায় নিলেন। আ শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিপত্তির আগেই, সাকিবের সঙ্গে দেশে ফিরেছেন অপেক্ষা করা ছিল বাংলাদেশ ক্রিকেট প্রেমিদের। সাকিবের পদচ্যুতির পরে অধিনায়কের পদে লিটন দাস প্রতিষ্ঠিত ওপেনার হিসেবে ফিরে আসেন, তবে এর আগে তিনি তার স্ত্রী সঞ্চিতা দাসের সন্তানের সাথে সাকিবের বিশ্বকাপ মিশন পূর্ণ করে দেশে ফিরে এসেছেন। এই সময়টা সঞ্চিতা দাসের পাশে থাকতে চান, এবং তাদের নতুন সদস্যের আগমনে আলো করতে চান। লিটন এই গুরুত্বপূর্ণ সময়টা পরিবারের সঙ্গে কাটাতে ইচ্ছুক। 

লিটন দাস

দেশে ফিরে আসলেও ২ দিন পর ৯ নভেম্বর আবারো ভারতে ফিরে যাবেন লিটন, খেলবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের নিয়মরক্ষার শেষ ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে ২৪৮ রান করেছেন লিটন। গড় ৩১ আর স্ট্রাইক রেট ৮০.২৬। বিশ্বকাপে সর্বোচ্চ বিপক্ষে ৬৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে।

ভারতের বিপক্ষেও তার ৬৬ রানের একটি ইনিংস রয়েছে।

হাতে ব্যান্ডেজ নিয়ে ঢাকায় সাকিব

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে ব্যথা পান সাকিব। সেই ম্যাচে অলরাউন্ড পারফর্ম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন টাইগার অধিনায়ক। বল হাতে দুই উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়ে খেলেন ৬৫ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই তিন উইকেটের জয় পায় বাংলাদেশ।

সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, সাকিব ব্যাটিং ইনিংসের শুরুতে তার বাম তর্জনীতে আঘাত পান। ব্যথা পাওয়ার পর আঙ্গুলে টেপিং দেয়ার পাশাপাশি ব্যথানাশক ওষুধ দিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্স-রে করানো হয়, রিপোর্টে আঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এই চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।

দলে ডাক পেয়েছেন  এনামুল হক বিজয়

সাকিবের বিকল্প হিসেবে বিশ্বকাপ দলে ডাকা হয়েছে ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়কে। বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডেতে খেলার অভিজ্ঞতা আছে এই ব্যাটারের। এরইমধ্যে সাকিবের বদলি হিসেবে বাংলাদেশ দলে বিজয়কে সংযুক্তির আবেদন অনুমোদন করেছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

About Chief Reporter 16 Articles
I am Emamul Hossain Jasim, a student at Government Rupnagar Model School & College. I am passionate about learning and sharing my knowledge with others. If you have any advice or suggestions, please feel free to reach out to me via Facebook or Gmail.

1 Comment

Leave a Reply