Kashmir
Kashmir

কাশ্মীরের অগ্নিকাণ্ডে মৃত তিন বাংলাদেশির পরিচয় মিলেছে

জম্মু-কাশ্মীরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত তিন বাংলাদেশির পরিচয় মিলেছে। শ্রীনগর পুলিশের মুখপাত্র মৃত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডে মৃত তিন বাংলাদেশিরপরিচয়

মৃতরা হলেন- রাঙামাটি গনপূর্তের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, একই বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী ইমন দাশ গুপ্ত এবং ঠিকাদার মাইনুদ্দিন।

কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানা যায়, শনিবার (১১ নভেম্বর) সকালে শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লাগে। এরপর তা দ্রুতই অন্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি হাউসবোট।

কাশ্মীরের ডাল লেকে অগ্নিকাণ্ড, তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু বিস্তারিত

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে সেটাও পুড়ে গেছে।

পুলিশ আরও জানায়, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে আগুন লাগে। তারপর অন্যান্য হাউসবোটেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বেশ কয়েকয়টি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। এর আগে চলতি বছরের জুলাই মাসে ডাল লেকেই হাউসবোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

কাশ্মীরের ডাল লেকে অগ্নিকাণ্ডে

বরাবরই পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য কাশ্মীরের ডাল লেক। কাশ্মীর ভ্রমণকালে বহু পর্যটকই এই ডাল লেকের হাউসবোটে অবস্থান করেন। হাউসবোটে আগুন লাগার ঘটনায় তাই পর্যটকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

কয়েক দিন আগেই কাশ্মীরে চলতি মৌসুমে প্রথম তুষারপাত হয়েছে। আর তা দেখেই খুশির হাওয়া বয়ে যায় পর্যটকমহলে। সেই খুশির মধ্যেই ভূস্বর্গে একের পর এক আতংক ছড়াচ্ছে।জম্মু-কাশ্মীরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত তিন বাংলাদেশির পরিচয় মিলেছে।


Discover more from দৈনিক সংবাদ

Subscribe to get the latest posts sent to your email.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x