Shubman-Gill-and-Sara-Tendulkar
Shubman-Gill-and-Sara-Tendulkar

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শুভমান-সারা

ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র শচীন টেন্ডুলকার। তার কন্যার প্রেমের খবর অনেকেরই হয়তো জানা। এই খবর এতোদিন আড়ালে থাকলেও এখন শোনা যাচ্ছে প্রেম নয় প্রেমিকের সঙ্গে বিয়ের আসরে বসবেন সারা টেন্ডুলকার। তবে কে এই প্রেমিক? সবকিছুর অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন শুভমান-সারা

শুভমন গিল- সারা টেন্ডুলকার

ভারতের ক্রিকেটের উদীয়মান তারকা খেলোয়াড় শুভমন গিল। এই শুভমনই শচীন কন্যা সারার প্রেমিক। ক্রিকেটের মাঠ থেকে বিনোদন জগৎ সর্বত্রই গুঞ্জনের ছড়াছড়ি এখন এই জুটি ঘিরে। শুভমনের খেলা দেখতে যান সারা, সমাজমাধ্যমে একে অপরের ছবিতে মন্তব্য করেন। শুভমনের খেলার চলাকালীন সারা মুখের অভিব্যক্তি বদলাতে থাকে। শুভমন যখন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির দোড়গোড়ায় পৌঁছেও ফিরে গেলেন, তখন সারার মুখে কালো ছায়া। মুখের উপর দু’হাত চেপে ধরেন তিনি।

সারা-শুভমন সত্যিই প্রেম করছেন কি ?

তবে সারা-শুভমন সত্যিই প্রেম করছেন কি না, তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউ-ই। তাদের গোপন কথা ফাঁস করে দিলেন সংযুক্ত আমিরশাহীর খেলোয়াড়। এক সাক্ষাৎকারে চিরাগ সুরিকে জিজ্ঞেস করা হয়, এর পর কোন ভারতীয় ক্রিকেট তারকা বিয়ে করবেন।

তখনই সুরি বলেন, ‘‘আমার মনে হয় শুভমনের বিয়ে হবে। ওর তো সারা নামে এক প্রেমিকাও রয়েছে। ভারতীয় কিংবদন্তি তারকা শচীনের মেয়ে।’


Discover more from দৈনিক সংবাদ

Subscribe to get the latest posts sent to your email.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x