রুহুল কবির রিজভী বললেন সরকার আবার ভাগাভাগির নির্বাচন করতে চায়

Ruhul-Kobir-Reejve
Ruhul-Kobir-Reejve

অত্যাচারের পরিস্থিতি সৃষ্টি করে তারা (সরকার) আবার একটা ‘ভাগাভাগি’র নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার সরকারের একতরফা ভাগাভাগির নির্বাচনের ‘আশা’ জনগণ পূরণ হতে দেবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচন কমিশনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার প্রস্তুতির দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘তারা (সরকার) আবার একটা একতরফা নির্বাচন করবে, নির্বাচনের নামে একটা প্রহসন দেবে, ভাগাভাগি নির্বাচন করবে এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষণা করবে, এটা ছাড়া অন্য কোনো পন্থা তাদের নেই।’

রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, একটি রাজনৈতিক দল জনগণের ওপর নির্ভরশীল হলে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভয় পাবে কেন? এবার সরকারের একতরফা নির্বাচনের আশা জনগণ পূরণ হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। এ প্রসঙ্গে তিনি আগামী রোববার থেকে তাঁদের দুই দিনের অবরোধ কর্মসূচির বিষয় উল্লেখ করেন।

সরকার অপপ্রচার চালাচ্ছে বললেন রিজভী

সরকার নানাভাবে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি বলেন, অবৈধ সরকারের মন্ত্রীরা অনর্গল মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছেন। সন্ত্রাসের শৃঙ্খলের মধ্যে সারা বাংলাদেশ নিশ্চুপ হয়ে গেছে। সারা দেশের মানুষ সবকিছু দেখছে। তিনি আরও বলেন, দেখতে দেখতে তাদের ভেতরে যে দ্রোহ, যে ক্রোধ, ভেতরে-ভেতরে তাদের যে ক্ষোভ, তা পুঞ্জীভূত হচ্ছে। এটা আওয়ামী লীগের নেতারা টের পাচ্ছেন না।

বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘তাণ্ডব’, পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও গ্রেপ্তারের বিভিন্ন ঘটনাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার স্বপ্নে ওরা বিভোর। ভেবেছে, এভাবে নির্মমতা করে তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবে।

রুহুল কবির রিজভী বলেন, তারা (সরকার) যেভাবে সাজিয়ে নিয়েছে, এই সাজানো বাগান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভেবেছে তাদের কেউ ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারবে না। কিন্তু প্রকৃতির নিয়ম হচ্ছে অত্যাচারীরা যে অস্ত্র দিয়ে আঘাত করে, স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী মানুষ সেই অস্ত্র তাদের দিকেই তাক করে।

উত্তর কোরিয়ার উদাহরণ টানলেন রিজভী

বাংলাদেশে এখন ‘উত্তর কোরিয়ার’ মতোই একদলীয় শাসন চলছে বলেও অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখানে নিষ্ঠুর একদলীয় শাসন চলছে। উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের এখন আর কোনো পার্থক্য নেই; একাকার হয়ে গেছে। কথা বলার মানে হচ্ছে, সে অদৃশ্য হয়ে যাবে, লাশ হয়ে পড়বে। কয়েক দিন আগে যুবদলের এক ছেলেকে তুলে নিয়ে যাওয়ার দু-তিন পর তাঁর লাশ পাওয়া গেছে। এই হচ্ছে বাংলাদেশের চিত্র।

About Chief Reporter 16 Articles
I am Emamul Hossain Jasim, a student at Government Rupnagar Model School & College. I am passionate about learning and sharing my knowledge with others. If you have any advice or suggestions, please feel free to reach out to me via Facebook or Gmail.

Be the first to comment

Leave a Reply